টেকনিশিয়ান না থাকায় কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি চালু করা যাচ্ছে না। আট বছর ধরে তালাবদ্ধ ঘরে পড়ে আছে এটি। ফলে হাসপাতালে আসা রোগীদের এক্স-রের জন্য ছুটতে হয় বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্রে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৬ সালের জানুয়ারি মাসে এই হাসপাতালে এক্স-রে যন্ত্র বসানো হয়। এর পর থেকে একটি দিনের জন্যও চালু হয়নি এটি। আট বছর ধরে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে টেকনিশিয়ান নিয়োগের কথা বলা হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। হাসপাতালের আবাসিক...

